স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মোটরসাইকেল আটক করায় শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের উপর হামলা চালায় এতে চার পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বান্দরোডস্থ পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। হামলায় কনস্টেবল মোস্তফা রক্তাক্ত জখম হয়েছেন। এছাড়া সার্জেন্ট মনিরুল হাসানসহ আরও দুই কনস্টেবল আহত হয়েছেন।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী শরীফ, আলভীর ও সোহাগকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার আরাফাত হাসান। এদিকে সহপাঠীদের আটকের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
হামলার শিকার সার্জেন্ট মনিরুল হাসান জানান, হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় তারা হুমকি দিয়ে চলে যান। কিছু সময় পর একদল ছাত্র এসে নিজেদের ছাত্রলীগ ও তাদের পুলিশলীগ বলে হামলা করে। তারা বডি ক্যামেরা ও ওয়ারলেস সেট ছিনিয়ে নিয়ে যান। এ সময় অন্য পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করে। একজন বিশেষ শাখার দারোগা ক্যামেরা ও ওয়ারলেস সেট উদ্ধার করেছেন।
মনিরুল আরও জানিয়েছেন, এ ঘটনা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, তারা পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। এদিকে, এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :