অনলাইন ডেস্ক : কুড়িগ্রামে প্রতিবেশীর পুকুর পাড়ের কীটনাশক ছিটানো ঘাস খেয়ে ৬টি ছাগল মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া ছাগলগুলোর মূল্য আনুমানিক ৫০-৬০ হাজার টাকা বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের যুগীরভিটা গ্রামে ঘটনাটি ঘটে। অভিযোগে জানা যায়, মাহবুবুর রহমানের পালিত ২টি ছাগল ও আরেক প্রতিবেশীর ৪টি ছাগল যুগীরভিটা এলাকার রিন্টু মিয়ার পুকুর পাড়ে ঘাস খাচ্ছিল।
ঘাস খাওয়ার এক পর্যায়ে ছাগলগুলো হঠাৎ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা ছাগলগুলো বাড়িতে নিয়ে এলে দেখা যায় ৪টি ছাগল মারা গেছে। তারা দুটি ছাগল দ্রুত জবাই করে ফেলে।
ছাগল মালিকদের অভিযোগ, রিন্টু মিয়া কাউকে না জানিয়ে পুকুর পাড়ে ঘাসে কীটনাশক ছিটিয়ে দিয়েছে। সেই ঘাস খেয়ে ছাগলগুলো মারা গেছে।ক্ষতিগ্রস্ত মাহবুব বলেন, রিন্টু মিয়াদের পুকুর পাড়ে আমার দুটি ছাগল ঘাস খাচ্ছিল।
হঠাৎ ঘাস খাওয়া অবস্থায় আমার ছাগল দুটি মারা যায়। অন্য একজনের আরও চারটি ছাগল মারা যায়। তারাই ঘাসে বিষ প্রয়োগ করে ছাগলগুলোকে মারলো। আমি আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ জানিয়েছি।
বিষয়টি জানতে রিন্টু মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ কল ধরেনি। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ এসেছে বলে জানতে পারিনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :