কলাপাড়ায় চাঁদার টাকা না পেয়ে ব্যাবসায়ীর দোকানে তালা দিলেন ইউপি সদস্য।


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ /
কলাপাড়ায় চাঁদার টাকা না পেয়ে ব্যাবসায়ীর দোকানে তালা দিলেন ইউপি সদস্য।
কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে চাঁদা না পেয়ে ফার্নিচার ব্যবসায়ীর দোকান  বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। বালিয়াতলী ইউনিয়নে তুলাতলী নামক স্থানে আনোয়ার হাওলাদার(৪০)’র একটি ভাড়াটে কাঠের আসবাবপত্র তৈরির ফার্নিচার দোকান রয়েছ।
৩১ আগস্ট বৃহস্পতিবার সকাল এগারোটা আনোয়ারের দোকানে আসেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সীমান্ত সোহেল, হঠাৎ কোনো কিছু না বলেই ফার্নিচার ব্যবসায়ী আনোয়ার এর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ইউপি সদস্য সীমান্ত সোহেল। চাঁদা চাওয়ার বিষয়টি আনোয়ার জানতে চাইলে, ইউপি সদস্য বলেন হয় ৫০ হাজার টাকা দিবি বা ৫০ হাজার টাকার ফার্নিচার বানিয়ে দিবি না হয় তুই ব্যাবসা করতে পারবি না বলে আনোয়ার কে হুমকি দিতে থাকেন। ঘটনার দিন রাতেই আনোয়ারের দোকানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।
কিছুদিন চুপচাপ থাকলেও সোমবার আনোয়ারের ফার্নিচারে দোকান ঢুকে আবারও অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন ইউপি সদস্য, এক পর্যায়ে লোহার রড দিয়ে হামলায় ব্যার্থ হয়ে ফিরে যায় ইউপি সদস্য সীমান্ত সোহেল। ফের মঙ্গলবার দুপুরে তার বোন সহ তার সকল সহযোগীদের নিয়ে ফিরে আসেন আনোয়ারের দোকানে, উভয়ের মধ্যে সেখানে কিছুক্ষন কথা কাটাকাটি হয়  স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঘটনার স্থান ত্যাগ করে সকলেই।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে ইউপি সদস্য সীমান্ত সোহেল ফার্নিচার ব্যবসায়ী আনোয়ার এর কাছে পঞ্চাস হাজার টাকা চাঁদা দাবি করে আসছ, চাঁদা না দিলে পঞ্চাস হাজার টাকার আসবাবপত্র বানিয়ে দিতে বলে। এবিষয়ে টাক বা আসবাবপত্র না দিতে চাইলে বিভিন্ন সময় লোকজন নিয়ে হুমকি দামকি দিতে থাকে। উক্ত বিষয় নিয়ে ব্যাবসায়ী আনোয়ারের দোকানে তালা ঝুলিয়ে দেয় ইউপি সদস্য সীমান্ত সোহেল।
বুধবার দুপুর আনুমানিক বারোটার দিকে চাঁদার পঞ্চাশ হাজার টাকার জন্য আনোয়ারের দোকানে জান ইউ পি সদস্য সীমান্ত সোহেল। ভয়ে আনোয়ার দোকান বন্ধ করে তার বাড়ির উদ্দেশ্য রহনা দেন। দোকান বন্ধ করার পড়ে ইউপি সদস্য  সিমান্ত সোহেল দোকানের শাটারে তালা মেরে দেন। কিছুক্ষন পড়েই ইউপি সদস্য সীমান্ত সোহেল ও মোটরসাইকেল ড্রাইভার বেল্লাল হোন্ডা নিয়ে ধাওয়া করে আনোয়ার কে মুসল্লিরাবাদ নামক স্থানে এসে পৌঁছালে  ইউপি সদস্য গাড়ি থেকে নেমেই লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন ব্যাবসায়ী আনোয়ার কে। আনোয়ারের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌড়ে আসলে ইউপি সদস্য সীমান্ত সোহেল ও বেল্লাল মোটরসাইকেল যোগে চলে যায় ।
ইউপি সদস্য সীমান্ত সোহেল’র সাথে যোগাযোগ করলে এবিষয়ে কথা বলতে রাজি হয়নি। এবিষয়ে বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির বলেন। ঘটনাটি উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারনে হয়েছে, আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উক্ত বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে এ বিষয়ে কারো কোনো ক্ষোভ নেই।