অনলাইন ডেস্ক : প্রেমিক চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন ডাচ তরুণী ভেরা ডেকম্যানস। ২৩ বছর বয়সী ভেরা ডেকম্যানস এর আগে কখনো প্রেমের সম্পর্কে জড়াননি।
এবার তিনি প্রেমের সম্পর্কে জড়াতে চান। কিন্তু মনের মতো প্রেমিক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি। যিনি তাঁর প্রেমিক হতে চান, তাঁকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে। ২৪ ঘণ্টায় ৩ হাজার প্রার্থী আবেদন ফরম পূরণ করে পাঠিয়েছেন।
ডেকম্যানস সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এ–সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে তিনি প্রেমিক হতে আগ্রহী ব্যক্তিদের জন্য নির্ধারিত আবেদন ফরমটি দেখিয়েছেন। সেখানে তিনি প্রার্থীদের কাছে তাঁদের কাজ ও প্রেমের সম্পর্কের ইতিহাস নিয়ে একগাদা প্রশ্ন রেখেছেন।
ডেকম্যানস বর্তমানে লন্ডনে বসবাস করেন। তিনি বলেন, ‘কিছু মানুষ মনে করে, আমি প্রেমিক নির্বাচনের জন্য আবেদন চেয়েছি—এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু সামগ্রিকভাবে অনেক প্রার্থীই এতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।’
এই তরুণী বলেন, ‘২০২৩ সালে ডেটিং করাটা কঠিন। তাই আমি এখন জানতে চাই, কে ভালো প্রেমিক হতে পারে বা আমার জন্য উপযুক্ত প্রেমিক হতে পারে। আমার কাছে যত আবেদন জমা পড়েছে, তা গণনা করা কঠিন। তবে এতটুকু বলতে পারি, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আমার কাছে প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে।’ সূত্র : নিউইয়র্ক পোস্ট
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :