ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৩, ৩:২২ অপরাহ্ণ /
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফোরকান সিকদার এর সভাপতিতে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল।সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজাদুর রহমান আজাদ।দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা স্চ্ছোসেবক দল নেতা শাহ আলম, সাইদুল, হান্নান, রবিউল আউয়াল, মিঠু মল্লিক, শামীম মৃধা, আলিম, সোহাগ, শহিদুল্লাহ শহিদ, সবুজ আকন ও মাসুম মৃধা প্রমুখ।

দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ূ এবং কারা মুক্তির জন্য দোয়া করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের সুস্থ্যতার সাথে নেকহায়াত দারাজ, দেশের মানুষের পাশে থাকার জন্য তৌফিকদান এবং মুসলিম উম্মাহ, দেশ ও জাতির জন্য দোয়া মোনাজাত করা হয়। এসময় জেলা ও উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।