এডিসি হারুনের নির্যাতনে ছাত্রদলের নিন্দা, যা বললেন ছাত্রলীগের সাদ্দাম


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৩, ১:৪০ অপরাহ্ণ /
এডিসি হারুনের নির্যাতনে ছাত্রদলের নিন্দা, যা বললেন ছাত্রলীগের সাদ্দাম

অনলাইন ডেস্ক : ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা আনোয়ার হোসেন নাঈম ও শরীফ আহমেদ মুনিমকে মারধরের ঘটনায় নিন্দা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

রোববার সংগঠনটির দফতর সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে তারা এ নিন্দা জানান। এসময় তারা এডিসি হারুনকে বিচারের আওতায় আনারও দাবি জানান।

এদিকে সোমবার ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বৈঠক শেষ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রলীগ সভাপতি।

তিনি বলেন, ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন যে, বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছে।

এ ঘটনায় ছাত্রলীগ যে দায়িত্বশীলতা ও সুবিবেচনার পরিচয় দিয়েছে, এর ওপরই ভিত্তি করে বলতে পারি ছাত্রলীগ এ বিষয়ে একটি নিয়মতান্ত্রিক সুস্পষ্ট সমাধান পাবে।

এসময় সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা মামলা দায়ের করবে কিন্তু ছাত্রলীগ নিষেধ করছে? জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, দাবিটি মিথ্যা।

পুলিশের পক্ষ থেকে কী বলা হয়েছে-জানতে চাইলে সাদ্দাম বলেন, তারা এ বিষয়ে বিব্রতবোধ করছেন। এর পর জানতে চাওয়া হয় ছাত্রদলের বিবৃতির বিষয়ে কি বলবেন? জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, তাদের (ছাত্রদলের) ফাঁদে ছাত্রলীগ পা দেবে না।

প্রসঙ্গত, এডিসি হারুন শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান।

নারী কর্মকর্তার স্বামীও একজন সরকারি কর্মকর্তা। তার সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা হয়। পরে এডিসি হারুন দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করেন। এর পর অবস্থা শোচনীয় হয়ে পড়লে ওই দুজনকে হাসপাতালে পাঠানো হয়।