উজিরপুরে আনসার কর্মকর্তার বাসায় চুরি


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৩, ২:২১ অপরাহ্ণ /
উজিরপুরে আনসার কর্মকর্তার বাসায় চুরি

ইমরান খান, উজিরপুর : বরিশাল জেলার উজিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার বাসায় চুরি হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলায় প্রমোড ভবনের দ্বিতীয় তলায় এ চুরির ঘটনা সংঘটিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুর জামান জানান, দুপুর ২টায় খাবার খেতে বাসায় গিয়ে রুমের দুটি তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অবহিত করেন।

ভুক্তভোগী জানান, নগদ ২০ হাজার টাকা, একটি মোবাইল সেট, একটি টর্চ লাইটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নেয় চোরচক্ররা। উজিরপুর মডেল থানার এস.আই মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

চুরির ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনুর জামান বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন।অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান বলেন, জিডির ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।