মুলাদীতে গ্রেপ্তার মোবাইল ব্যাংকিং কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৩, ৭:২০ অপরাহ্ণ /
মুলাদীতে গ্রেপ্তার মোবাইল ব্যাংকিং কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

মুলাদী প্রতিনিধি : বরিশালের মুলাদীতে কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে আটক মোবাইল ব্যাংকিং কর্মকর্তা লিমন খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

লিমন খান হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোলচর গ্রামের বাসিন্দা। তিনি দুই বছর ধরে মোবাইল ব্যাংকিং নগদের পরিবেশক জিহাদ দেওয়ানের এজেন্সির ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন।

গত ২০ আগস্ট ১ কোটি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন জিহাদ দেওয়ান। এ বিষয়ে জিহাদ বাদী হয়ে ২২ আগস্ট লিমন খানসহ ১০ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন। গত রোববার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার পুলিশ অভিযান চালিয়ে রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, টাকা উদ্ধার না হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য লিমন খানকে রিমান্ডে নেওয়া হয়েছে।