স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালে ব্যাটারী চালিত হলুদ অটোরিক্সার লাইসেন্স নবায়ন ও নির্বিঘ্নে চলাচলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মালিক সমিতি। মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনের করে ব্যাটারী চালিত হলুদ অটো (ইজিবাইক) মালিক সমিতি বরিশাল মহানগর শাখা।
এসময় আগে প্রদান করা ২ হাজার ৬১০টি লাইসেন্সের নবায়ন, ফি সর্বোচ্চ দুই হাজার টাকা নির্ধারণ, নতুন ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা, পুলিশী হয়রাণি বন্ধ, স্টান্ড নির্ধারণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন সংগঠনের সভাপতি নিজামুল হক নিজাম লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় তিনি বলেন, আমরা লক্ষ্য করছি যে, একটি অশুভ ও হীণ স্বার্থন্বেষী মহল ব্যাটারীচালিত অটোরিক্সা-ইজিবাইক বিভিন্নভাবে আটক ও জব্দ করে বন্ধের পায়তারা করছে। যা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। এমতাবস্থায় পূর্বে বরিশাল সিটি কর্পোরেশন থেকে দেওয়া ২ হাজার ৬১০টি লাইসেন্সের অনুকুলে থাকা ব্যাটারী চালিত ইজিবাইক (হলুদ) নির্বিঘ্নে ও বিনাবাধায় চলাচল করতে দেওয়ার দাবি জানাচ্ছি।
এসময় বরিশাল মহানগর ব্যাটারী চালিত হলুদ অটো (ইজি বাইক) মালিক সমিতির পক্ষ থেকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র বরাবর ৬ দফা দাবির কথা তুলে ধরেন তারা। যেগুলো হলো- আগে প্রদান করা ২ হাজার ৬১০টি লাইসেন্সের ২০১৬ সাল থেকে ২০২৩-২০২৪ সাল পর্যন্ত নবায়নের ব্যবস্থা করা। এছাড়া লাইসেন্স রেনুয়াল ফি সর্বোচ্চ দুই হাজার টাকা নির্ধারণসহ দুই কপি ব্লু-বুকের ব্যবস্থা করা।
ড্রাইভিং লাইসেন্স নতুন করে ব্যবস্থা করা। ট্রাফিক পুলিশ দ্বারা গাড়ি আটক ও হয়রানি বন্ধ করা। অটোরিক্সার জন্য কমপক্ষে ১০টি নির্ধারিত স্ট্যান্ডের ব্যবস্থা করা। এছাড়া বরিশাল সদর রোডসহ সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে নির্বিঘ্নে গাড়ি চলাচলের দাবি জানান চালক-মালিকরা। সংবাদ সম্মেলনে মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :