পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ডাস্টার দিয়ে পিটিয়ে এক শিক্ষার্থীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সহকারী শিক্ষক বিউটি রানীর বিরুদ্ধে।
ভুক্তভোগী শিক্ষার্থী মারিয়া আক্তার (৯) নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের উদয়তার গ্রামের মো. মামুন বেপারির মেয়ে। সে সদর উপজেলার ১১৩নং পূর্ব শিকদার মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার ক্লাস রোল নং-২।
বিউটি ওই স্কুলের সহকারী শিক্ষক এবং পিরোজপুর সদর উপজেলার পূর্ব শিকদার মল্লিক গ্রামের বাসিন্দা। সোমবার ১১৩নং পূর্ব শিকদার মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যাহ্ন বিরতির পরে তৃতীয় শ্রেণির ক্লাসে এ ঘটনা ঘটে।
এ সময় অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে জানান, এর আগেও বহুবার ওই শিক্ষক ছাত্রছাত্রীদের পিটিয়েছেন, তার কোনো বিচার হয় নাই। বিউটি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে। আমাকে আপনারা ক্ষমা করে দেন। আর কোনোদিন এমন হবে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খানম জানান, স্কুল ছুটির পরে আমি বাড়ি যাওয়ার পথে শিক্ষক পঙ্কজ বড়াল আমাকে বিষয়টি জানান। আমি ওই ম্যাডামকে ঘটনাটি জিজ্ঞেস করলে তিনি পেটানোর বিষয়টি স্বীকার করেছেন।
উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সবুজ কান্তিকে ওই বিদ্যালয়ে পাঠিয়েছি। তিনি এসে আমাকে প্রতিবেদন দিলে আমি ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি জানান, ওই বিদ্যালয়ে আমার শিক্ষা অফিসার (এটিও) গিয়েছিলেন। উনি রিপোর্ট দিলে আমি দু-একদিনের মধ্যে ব্যবস্থা নেব।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :