স্পোর্টস ডেস্ক : বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সূচনা করেছিল ব্রাজিল। কিন্তু পেরুর বিপক্ষে খেলতে নেমে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাদের।
লাতিন অঞ্চলের বাছাইয়ে একবার মনে হচ্ছিল তারা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বুঝি রুখে দেবে! কিন্তু ৯০ মিনিটে মার্কুইনহোসের অসাধারণ হেডে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন সেলেসাওরা।
একমাত্র পাওয়া গোলটিতে অবদান ছিল নেইমারের। ৯০ মিনিটে নেইমারের ইনসুইংগিং কর্নার থেকে পাওয়া বলে দর্শনীয় এক হেড করেন ব্রাজিল ডিফেন্ডার।
শুরুতে গত বিশ্বকাপ বাছাই পার হতে না পারা পেরুর রক্ষণের পরীক্ষা নিতে পারেনি ব্রাজিল। সেলেসাওরা বল দখলে এগিয়ে থেকেছেন ঠিকই কিন্তু পেরুর গোছানো রক্ষণের সামনে তারা প্রায়ই পেরে উঠেননি। প্রথমার্ধে দুটি গোল পেয়েও হতাশ হতে হয় নেইমারদের। অফসাইডের কারণে বাতিল হয় রাফিনহা ও রিচার্লিসনের গোল।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :