নলছিটিতে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৩, ২:০৭ অপরাহ্ণ /
নলছিটিতে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় ভোটার হতে গিয়ে নুরুল ইসলাম (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়।

নলছিটি উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে ওই যুবক উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।

একপর্যায়ে তার সঙ্গে কথা বলে ধারণা করা হয় তিনি রোহিঙ্গা। পরে জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন। পরে নলছিটি থানায় খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

আটক রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম জানান, তিনি রমজান মাসে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে বের হন। পরে সাইফুল ইসলাম তোতা নামে একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে ভোটার হওয়ার চেষ্টা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এক রোহিঙ্গা যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।