সুন্দরবনে মাছ শিকারের জন্য প্রবেশ, স্মার্ট বাহিনীর হাতে জেলে গুলিবিদ্ধ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১:৪১ অপরাহ্ণ /
সুন্দরবনে মাছ শিকারের জন্য প্রবেশ, স্মার্ট বাহিনীর হাতে জেলে গুলিবিদ্ধ

পাথরঘাটা প্রতনিধি : সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় মাছ শিকারের জন্য অনুপ্রবেশের অপরাধে জয়নাল মাঝি (৩০) নামে এক জেলেকে গুলি করে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্মার্ট বাহিনীর (টহল টিম) বিরুদ্ধে।

বুধবার সকাল ৬টার দিকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

এর আগে ভোররাত রাত ৩টার দিকে সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার ডান হাতে গুলি লাগে। জয়নাল পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

আহত জয়নাল জানান, সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় মাছ ধরার সময় বন বিভাগের স্মার্ট বাহিনী (টহল টিম) তাদের ধাওয়া করে। এ সময় তারা দ্রুত ট্রলারটি চালিয়ে যাওয়ার সময় স্মার্ট বাহিনী এলোপাথাড়ি গুলি করলে তার ডান হাতে গুলি লাগে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়।

তিনি আরো জানান, স্মার্ট বাহিনী তাকে গুলি করে চলে যায়। কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা ষ্টেশনের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ৩টার দিকে গুলিবিদ্ধ জয়নালকে কচিখালী ষ্টেশনের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো: সাইফুজ্জামান জানান, এক জেলে বন বিভাগের স্মার্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছে এমন খবর শুনেছি। তবে আমরা হাসপাতালে যাওয়ার আগেই তাকে বরিশালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রুবাইয়াত আলী বলেন, জয়নাল গুলিবিদ্ধ অবস্থায় এসেছেন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয় বন বিভাগের কচিখালী বিট কর্মকর্তা মো: আব্দুস ছবুরের মোবাইলে যোগাযোগ করা হলে এসিএফ স্যারের সাথে কথা বলতে বলে ফোন কেটে দেন।