চরফ্যাসনে রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৩, ৫:৫৭ অপরাহ্ণ /
চরফ্যাসনে রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চরফ্যাসন প্রতিনিধিঃ আধুনিক শিক্ষা, দক্ষ মানব সম্পদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নিয়ে গড়ে উঠা ভোলার ‘চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার’ দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার চরফ্যাসন ব্রজ গোপাল টাউন হলে অনুষ্ঠিত সংবর্ধনা প্রধান অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।

মাদরাসার সভাপতি চরফ্যাসন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন, নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক অধ্যাপক কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারে চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার মতো আধুনিক, সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে বলেন।’

পরে মাদরাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।