স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল সদর উপজেলার স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বরিশাল সদর এর বাস্তবায়নে উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা প্রমূখ।
শুরুতে অতিথিরা স্কুল মিল্ক ফিডিং প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাইয়ে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। ২ বছর ২০০ মিলি করে ২২১ জন শিক্ষার্থীদের দুধ খাওয়ানো হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :