সিটি করপোরেশনের প্লট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ /
সিটি করপোরেশনের প্লট বরাদ্দে অনিয়মের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল সিটি করপোরেশনের কাউনিয়া হাউজিং প্রকল্প-২ এর প্লট বরাদ্দের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে নগরীর কাউনিয়া হাউজিং প্রকল্পের পাশে এই কর্মসূচি করেন স্থানীয় ০১ ও ০৩ নম্বর ওয়ার্ডের জনসাধারণ।

এসময় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অসাধু কর্মকর্তাসহ তাদের অনুসারীদের নামে-বেনামে কাউনিয়া হাউজিং প্রকল্প-২ এর প্লট বরাদ্দের অভিযোগ তোলা হয়। তাই বর্তমান প্লট বরাদ্দ কার্যক্রম বন্ধ করে লটারীর মাধ্যমে তা বরাদ্দের দাবি জানান স্থানীয়রা। পাশাপাশি অবিলম্বে হাউজিং প্রকল্পের মাস্টারপ্লান-নকশা প্রকাশ, পানি ও বিদ্যুৎ সংযোগ, সড়ক নির্মাণের দাবি জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, স্থানীয় ০১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস, স্থানীয় বাসিন্দা শাজহাজান শিরাজ, গাজী মকবুল হোসেন, আউয়াল মোল্লা, বাবুল হোসেন ও আবদুল আজিজ হাওলাদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই হাউজিং প্রকল্পের জমি বিনাপয়সায় অধিগ্রহণের কারণে ভূমি মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর ২৪০টি প্লট বরাদ্দের জন্য সিটি করপোরেশন ২০২১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর জেলার হাজার হাজার মানুষ তিন হাজার টাকা করে দিয়ে আবেদনপত্র সংগ্রহ করেছে। সেই প্লটের কোন মাস্টারপ্লান বা নকশাও করা হয়নি।

এছাড়া অধিগ্রহণ করা জমির মালিকদের প্লট বরাদ্দের অগ্রাধিকার বিষয়ে কোন নির্দেশনা দেওয়া হয়নি। প্রকল্পের সড়ক, ড্রেনেজ ব্যবস্থাও করা হয়নি। এর মাধ্যমে শুধুমাত্র কাগজে-কলমে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ আবেদনকারীদের না জানিয়ে লটারি ছাড়া প্লট বরাদ্দ দিয়ে জনসাধারণের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছে।

সিটি করপোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের নামে একাধিক প্লট বরাদ্দ নিয়েছেন। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীদের অনিয়মতান্ত্রিকভাবে প্লট বরাদ্দ দিয়েছে বিসিসির অসাধু কর্মকর্তারা। বক্তারা আরও বলেন, অনিয়মতান্ত্রিকভাবে প্লট বরাদ্দ দেওয়ায় স্থানীয় জনসাধারণের ক্ষতি সাধনের সম্ভাবনা দেখা দেওয়ায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।

সেই রিটের প্রেক্ষিতে আদালত আগস্ট মাসের ২৯ তারিখে হাউজিং প্রকল্পের কার্যক্রম তিন মাসের জন্য স্থিতি অবস্থার আদেশ দেন। তারপরও আদেশ অমান্য করে ভূমিদস্য শ্রেণির লোকেরা হাউজিং প্রকল্পের পাশে সাধারণ জনগণের রেকর্ডীয় জমিসহ রাস্তার পাশের জমি দখলের জন্য বালু ভরাট করে দোকান-বাড়ি নির্মাণ করছে।

এই কাজে সহায়তা করছে সিটি করপোরেশনের অসাধু কর্মচারীরা। জনসাধারণ নির্যাতন, হামলা-মামলার ভয়ে সিটি করর্পোরেশনের বেআইনি কাজের প্রতিবাদ করতে পারছে না। তবে প্লট বরাদ্দে কোন অনিয়ম হয়নি বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা সানজিদ হোসেন।