আমতলী প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে মাহফুজা (২২) নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে পূর্বশত্রুতার জেরে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের রিপন ঘরামীর সাথে প্রতিবেশী কালাম মৃধার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় কালাম মৃধার এইচএসসি পরীক্ষার্থী মেয়ে মাহফুজাকে ডেকে নিয়ে একই গ্রামের প্রতিবেশী কাঞ্চন ঘরামীর বাড়ির সামনে ফেলে রিপন ও তার ছেলে রিমন এবং
ভাতিজা হানিফ মিলে বেধড়ক মারধর করেন। মারধরের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে তার বুকে-পিঠে লাথি মেরে গুরুতর আহত করেন তারা। এক পর্যায়ে মাহফুজা অজ্ঞান হয়ে পড়লে তারা পালিয়ে যান।
মাফুজার মা হেলেনা বেগম বলেন, ‘বিনা অপরাধে মোর মাইয়াডারে ব্যামালা মাইরধইর করছে। মুই এইয়ার বিচার চাই। অভিযুক্ত রিপন ঘরামী মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘ছাগলে ধানের রোয়া খাইছে, হেইয়া লইয়া মোগো লগে গণ্ডগোল অইছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :