ভারতের বিপক্ষে হারা দুদল নামছে অলিখিত সেমিফাইনালে, কেমন হচ্ছে একাদশ?


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১২:৩৮ অপরাহ্ণ /
ভারতের বিপক্ষে হারা দুদল নামছে অলিখিত সেমিফাইনালে, কেমন হচ্ছে একাদশ?

স্পোর্টস ডেস্ক : সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারত। অন্যদিকে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এতে আজকের শ্রীলংকা-পাকিস্তান ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। দুদলই জিতেছে বাংলাদেশের বিপক্ষে এবং হেরেছে ভারতের কাছে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের এই নকআউট ম্যাচে আজ যারা জিতবে, রোববারের ফাইনালে তারাই হবে ভারতের প্রতিপক্ষ। পয়েন্ট সমান হলেও নেট রানরেটে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে রয়েছে শ্রীলংকা। ফলে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে কপাল পুড়বে পাকিস্তানের। রানরেটে এগিয়ে থাকায় তখন শ্রীলংকাই পাবে ফাইনালের টিকিট। বৃষ্টির বাগড়ায় রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে ভারতের কাছে ২২৮ রানে হেরে পাকিস্তানের রানরেটের বারোটা বেজে গেছে।

এশিয়া কাপের ৩৮ বছরের ইতিহাসে প্রথম ভারত-পাকিস্তান ফাইনাল নিশ্চিত করতে বাবরদের সামনে তাই জয়ের কোনো বিকল্প নেই। এদিকে দলে বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরি শঙ্কায় রয়েছে। এ পরিস্থিতিতে কী করবে পাকিস্তান? ফাইনাল খেলার লক্ষ্যে ইনজুরির শঙ্কায় থাকা ক্রিকেটারদের খেলিয়ে দেবে নাকি বিশ্বকাপ মাথায় রেখে তাদের বিশ্রামে রেখে ইনজুরিমুক্ত হওয়ার সুযোগ দেবে?

পাকিস্তান টিম ম্যানেজমেন্ট পরের বিষয়টাকেই গুরুত্ব দিল বেশি। বিশ্বকাপ মাথায় রেখে আজ শ্রীলংকার বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল ম্যাচে প্রথম দলের ৫ জন ক্রিকেটারকে বাদ দিয়েই একাদশ গঠন করেছে পাকিস্তান।

এমনিতেই একটি পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। পেসার নাসিম শাহ ছিটকে পড়েছেন ইনজুরির কারণে। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ২২ বছর বয়সি পেসার জামান খানকে। নাসিম শাহের পরিবর্তিত একজনকে একাদশে নিতেই হতো। সে হিসাবে জামান খানের অভিষেকটাও হয়ে যাচ্ছে আজ।

হারিস রউফের অবস্থাও প্রায় একই। ভারতের কাছে বিশাল ব্যবধানে পরাজয়ের দিন পাকিস্তান নাসিম শাহ এবং হারিস রউফকে হারিয়েছে। তারা পড়েছে ইনজুরিতে। এ কারণে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে নতুন দুই পেসার খেলবেন মোহাম্মদ ওয়াসিম ও জামান খান।

ওপেনার ফখর জামান এবার রয়েছেন পুরোপুরি অফ-ফর্মে। তাকে বিশ্রাম দিয়ে আজ একাদশে নেওয়া হচ্ছে মোহাম্মদ হারিসকে। এ ছাড়া মিডল অর্ডারে আগা সালমানও পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার পরিবর্তে সুযোগ দেওয়া হচ্ছে সউদ শাকিলকে। এ ছাড়া দলে ফিরে আসছেন মোহাম্মদ নওয়াজ। ফাহিম আশরাফের পরিবর্তে অলরাউন্ডারের কোটায় খেলবেন তিনি।

এবারের এশিয়া কাপে প্রতিটি ম্যাচ শুরুর আগের দিনই একাদশ জানিয়ে দিচ্ছিল পাকিস্তান। সে ধারাবাহিকতায় শ্রীলংকার বিপক্ষেও গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশ জানাল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের একাদশ
মোহাম্মদ হারিস, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি এবং জামান খান।