তিন দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ /
তিন দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল : ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে গতকাল বিকেলে বরিশাল নগরীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা ও মহানগরের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্য তিনটি দাবি বাস্তবায়নের আহ্বান জানান পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার সভাপতি শ্রী মানিক মুখার্জি কুডু, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ বরিশাল মহানগরের সভাপতি শ্রী তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা,

বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অমর কুমার পুশিলালসহ বরিশাল জেলা, উপজেলার পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন মঠ মন্দিরের সদস্যবৃন্দ এবং পুরহিতগন উপস্থিত ছিলেন।