স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালের বাবুগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ইদুর মারার বিষ খেয়ে ১০ম শ্রেনীর একটি ছাত্রী আত্মহত্যা করেছে। গত বুধবার রাত ১০ টায় ছাত্রী নাজমুন নাহার ইদুর মারার বিষ পান করে।
গুরুতর অবস্থায় তাকে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থা রাত ১ টায় মারা যায় ছাত্রী নাজমুন নাহার। নাজমুন নাহার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামের বাসিন্দা ওসমান হাওলাতারের মেয়ে ও বাহেরচর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
বাবুগঞ্জ থানার ওসি তুষার কান্তি মন্ডল জানান, লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহে নাজমুন আত্মহত্যা করেছে। ময়না তদন্ত শেষে অন্য কোন সমস্যায় আত্মহত্যা করেছে কি না তা তদন্ত করা হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :