স্টাফ রিপোর্টার, বরিশাল : আদালত ব্যবহার করে সরকার মানবধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিল রহমানকে সাজা দিয়েছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়াকেও রাজনৈতিক হয়রানি করে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গত ১৫ বছরে রাষ্ট্রকে তারা একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই সরকারের পতন ঘটাতে কেবল আমেরিকার দিকে চেয়ে থাকলে হবে না, মানুষের উত্থান ঘটাতে হবে।’
বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভায় জোনায়েদ সাকি এসব কথা বলেন। বরিশাল জেলা গণসংহতি আন্দোলন এই আলোচনার আয়োজন করে।
২০১১ সালে বন্দুকের নল ঠেকিয়ে সরকার সংবিধান সংশোধন করছে উল্লেখ করে সাকি বলেন, ‘এখন জাতিসংঘের চাপে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন মোড়কে সাইবার সিকিউরিটি অ্যাক্ট পাস করেছে। দেশ বাঁচানোর জন্য প্রয়োজন সম্মিলিত সংগ্রাম।’
বরিশাল জেলা গণসংহতির সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তৃতা করেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বিএনপির কেন্দ্রীয় সদস্য এবায়েদুল হক চাঁন, মহানগর সদস্য সচিব মীর জাহিদুল কবির, নজরুল ইসলাম খান রাজন, ডা. মিজানুর রহমান, অধ্যক্ষ আব্দুর রশিদ খান প্রমুখ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :