নলছিটিতে হারিয়ে যাওয়া স্বর্ণালংকারসহ ব্যাগ উদ্ধার করলো পুলিশ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১:০২ অপরাহ্ণ /
নলছিটিতে হারিয়ে যাওয়া স্বর্ণালংকারসহ ব্যাগ উদ্ধার করলো পুলিশ

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে এক নারীর হারিয়ে যাওয়া স্বর্ণালংকার ও টাকাসহ একটি ব্যাগ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান। রাতেই ওই নারীর উদ্ধার হওয়া মালামাল হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বালীগ্রাম এলাকার আবুল হোসেন কাজীর স্ত্রী মোহসিনা আক্তার নলছিটির দরগাবাড়ী-শিমুলতলার রাস্তা দিয়ে অটোরিকশায় করে যাওয়ার সময় তার সাথে থাকা ব্যাগটি পড়ে যায়। খেজুরতলা যাওয়ার পরে দেখে তার ব্যাগ নাই। অনেক খোঁজা-খুঁজি করে ব্যাগ না পেয়ে নলছিটি থানায় এসে বিষয়টি পুলিশকে জানান।

নলছিটি থানার এস আই শহিদুল আলম, এএসআই কাওসার আহমেদ সিদ্দিকীসহ পুলিশ গিয়ে এলাকায় জিজ্ঞাসাবাদ করে জুরকাঠি এলাকার একটি বাড়ি থেকে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটিতে দুটি স্বর্ণের রুলি, স্বর্ণের ছয়টি আংটি ও একটি রুপার চেইন, একটি নাকফুল, একটি রুপার চেইন ও নগদ ৬ হাজার ৩’শ টাকা ছিলো।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, বিকালে ওই নারী এসে পুলিশকে জানালে পুলিশ সাথে সাথে গিয়ে ব্যাগটি জুরকাঠি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে। পরে ওই নারীর উদ্ধার হওয়া মালামাল হস্তান্তর করা হয়েছে।