বরগুনায় ১ হাজার পিচ ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৫:২২ অপরাহ্ণ /
বরগুনায় ১ হাজার পিচ ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

বরগুনা প্রতিনিধি : বরগুনায় হত্যা ও একাধিক মাদক-মামলার পলাতক আসামি সোহাগ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা ও এক হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বরগুনা সদরের ফুলঝুড়ি ইউনিয়নের বুড়ির খাল গ্রামের হাজী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ মিয়া ওই এলাকার মোতালেব মিয়ার ছেলে।

বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো: বশির আলম জানান, ২০১৮ সালের বুরজিরহাট বাজারের ব্যবসায়ী কালাম হত্যা মামলার দুই নম্বর আসামি বরগুনার অন্যতম শীর্ষ মাদককারবারি সোহগকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার বাসার রান্নাঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ড্রামে থাকা পাঁচ কেজি গাঁজা ও এক হাজার ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরো জানান, সোহাগের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বরগুনা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।