বরিশালে ইয়াবা-গাঁজাসহ আটক ২


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ /
বরিশালে ইয়াবা-গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৮০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। গত (১৪সেপ্টেম্বর) বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বন্দর থানাধীন টুঙ্গীবাডিয়া ইউনিয়নের নরকাঠী লাহারহাট মহসিন মার্কেটের সামনে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ কামাল বেপারি (৩০) নামে এক যুবককে আটক করে।

আটককৃত কামাল বেপারী নগরীর ৬নং ওয়ার্ড গগন গলি (শিশুপার্ক কলোনির) বাসীন্দা মৃত আব্দুল আজিজ বেপারীর ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে বিমানবন্দর থানা পুলিশের এস আই মেহেদী হাসানের অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় নগরীর নথুল্লাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন। আটককৃত মাদককারবারি কক্সবাজার মহেশখালীর সাতঘর এলাকার ধানুমিয়ার ছেলে ওমর ফারুক (৪১)কে আটক করে বিমানবন্দর থানা পুলিশ।

আটককৃতদের সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করে অভিযুক্তদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে শুক্রবার কারাগারে প্রেরণ করা হয়েছে।