আরিফুল ইসলাম, বাউফল : পটুয়াখালীর বাউফলে কাছিপাড়া ইউনিয়নের কারখানা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শনকালে, গোপালিয়া লঞ্চঘাটে এক মতবিনিময় সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে বলেই দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।
আজ শুক্রবার বিকাল ৪টার দিকে তিনি উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন,আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনে সুযোগ দিলে টেকসই মেঘা প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাঁধ দেয়া হবে। তবে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের ব্যবস্থা নেয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপির আমলে দক্ষিণাঞ্চলের একজন পানিসম্পদ মন্ত্রী ছিলেন। তবে এ অঞ্চলের নদী ভাঙ্গন রোধে কোন কাজ হয়নি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর ভোলা, পটুয়াখালী, বরগুনায় নদী ভাঙ্গন রোধে ব্যাপক প্রকল্প নেয়া হয়েছে। এই বাউফলের ধুলিয়াতে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন রোধে ৭১২কোটি টাকার টেকসই বাঁধ প্রকল্পের কাজ চলমান রয়েছে।
জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি বলেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার । শেখ হাসিনা সরকার গঠন করেছেন বলে এ দেশে এতো বেশী উন্নয়ন হয়েছে। যা অতিতে কোন সরকারের আমলে হয়নি। ঢাকা থেকে দক্ষিনের মানুষ যাতে সড়ক পথে সল্প সময়ে বাড়ি ফিরতে পারেন এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন।
পায়রা সেতু নির্মাণ করেছেন। এ ছাড়াও লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস,পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল,পায়রা বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কোস্ট গার্টের দপ্তর নির্মাণ করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠনে সহয়তা করবেন। তিনি বাহেরচরে উত্তর পার রগুনউদ্দিনকে ভাঙ্গনরোধের প্রকল্পের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক কুতুবুল আলম, পুলিশ সুপার সাইদুর রহমান, পটুয়াখালী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, বাউফলের ইউএনও মোঃ বশির গাজী প্রমুখ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :