গৌরনদীতে নব্বইয়োর্ধ বৃদ্ধাকে পিটিয়ে আহত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৫:৫০ অপরাহ্ণ /
গৌরনদীতে নব্বইয়োর্ধ বৃদ্ধাকে পিটিয়ে আহত

গৌরনদী প্রতিনিধি : টাকা চাওয়ার অপরাধে নব্বইয়োর্ধ বৃদ্ধা মমতাজ বেগমকে বাজারের মধ্যে বসে প্রকাশ্যে পিটিয়ে গুরুত্বর আহত করে রাস্তার ওপর ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। খবরপেয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে। আহত বৃদ্ধা পিঙ্গলাকাঠী গ্রামের মৃত মতিন সিকদারের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, আমার চাচাতো ভাইয়ের ছেলে বাজারের ব্যবসায়ী সাইদুল সিকদারের কাছে খাবার ক্রয়ের জন্য শনিবার সকালে ৮০ টাকা চেয়েছিলাম।

টাকা না দিয়ে উল্টো আমাকে প্রকাশ্যে পিটিয়ে গুরুত্বর আহত করে রাস্তার পাশে ফেলে রাখে সাইদুল। আমাকে পেটানোর দৃশ্য অনেকে দেখলেও সাইদুলের ভয়ে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। এঘটনার তিনি বিচার দাবী করেন।

গৌরনদী মানবিক সহায়তা সংগঠনের সদস্য মো. শিপন হাওলাদার জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে রাস্তার পাশ থেকে নির্যাতিতা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বৃদ্ধাকে সবরকমের সহায়তা প্রদান করা হবে। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।