স্টাফ রিপোর্টার, বরিশাল : সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা চালু, লুটেরা ও দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাসদ।
সংগঠনের মহানগর শাখার উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধন সমাবেশ করে তারা জাসদ সংগঠন নেতৃবৃন্দ। বাংলাদেশ জাসদ বরিশাল মহানগর শাখার সভাপতি হুমাউন কবীরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিস। বক্তব রাখেন যুবজোট কেন্দ্রীয় কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক পঙ্কজ শিকারী, বাংলাদেশ জাসদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক মনতোষ সিকদার ও সাংগঠনিক সম্পাদক পার্থদেব মন্ডল প্রমুখ।
মানববন্ধনে বক্তব্য রাখেন আগামী জাতীয় নির্বাচনের পূর্বে নির্বাচনকালীন সরকারের বিকল্প নাই। বিগত দুটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। এ দেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না।
মানববন্ধন শেষে অশ্বিনী হল চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :