‘আ.লীগের অনেক এমপি-মন্ত্রীর ভোট কমলেও শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে’


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৭:০১ অপরাহ্ণ /
‘আ.লীগের অনেক এমপি-মন্ত্রীর ভোট কমলেও শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে’

নাজিরপুর প্রতিনিধি : আওয়ামী লীগের অনেক এমপি-মন্ত্রীর ভোট কমলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয়তা আকাশচুম্বী বেড়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার পিরোজপুরের নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হল রুমে নাজিরপুর উপজেলা শিক্ষক সমিতির (বিটিএ) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করায় নির্বাচনের পরে বিএনপি-জামায়াত জোট তাদের ওপর নির্যাতন চালিয়েছে।

আগামী নির্বাচনে শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শ ম রেজাউল বলেন, শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তিনি আমাদের একটি প্রতিষ্ঠান। শেখ হাসিনা আমাদের সবাইকে মায়ের মমতায় আগলে রেখেছেন।

তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত সৈনিক জামায়তকে সঙ্গে নিয়ে এতিমের টাকা মেরে খাওয়ার অপরাধে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া এবং তার পুত্র পালাতক আসামি তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে দেশে আবারও অরাজকতা সৃষ্টি করতে চায়। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষকতা কোনো পেশা নয়। এটা সেবামূলক কাজ। শিক্ষকরা অনেক কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করেন। তারা দেশ গড়ার কারিগর। কিন্তু তারাই আজ অবহেলিত। অতীতের কোনো সরকার শিক্ষকদের জন্য আন্তরিক ছিল না। কিন্তু শেখ হাসিনার আমলেই তাদের আর্থিক অনেক সুবিধা দেওয়া হচ্ছে। বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের জন্যও সরকার ভাবছে।

শ ম রেজাউল বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষকদের প্রতি আমাদের সমাজের সবাইকে আরও শ্রদ্ধাশীল হতে হবে। যে জাতি শিক্ষকদের যত বেশি সম্মান করতে জানে তারা তত উন্নত ও সমৃদ্ধ।

পিরোজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে ও নাজিরপুর বলিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদারের পরিচালনায় ওই সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিঞা। পরে উপস্থিত সকলের ভোটে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার সভাপতি এবং বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।