পাথরঘাটায় ৫ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১:৫৮ অপরাহ্ণ /
পাথরঘাটায় ৫ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় গত পাঁচ দিন ধরে মো: ইব্রাহিম খলিল উল্লাহ যায়েদ (১৪) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গত শুক্রবার ইব্রাহিমের মা মোসা: রাজিয়া বেগম পাথরঘাটা থানায় একটি জিডি করেছেন।

ইব্রাহিম খলিল পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো: জয়নাল খানের ছেলে। তিনি ঢাকা আব্দুল্লাহপুরের এমদাদুল উলুম মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

নিখোঁজ মাদরাসা ছাত্রের মা রাজিয়া বেগম জানান, বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাসা থেকে ঢাকার মাদরাসার উদ্দেশে পাথরঘাটা থেকে ছেড়ে যাওয়া ‘ইসলাম পরিবহন’ নামে একটি বাসে রওয়ানা দেন ইব্রাহিম।

কিন্তু পর দিন ওই মাদরাসার প্রধান শিক্ষক মো: আবু হানিফার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে ইব্রাহিম মাদরাসায় পৌঁছাননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে তার কোনো সন্ধান পায়নি তার পরিবারের সদস্যরা।

পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) সাইফুজ্জামান জানান, নিখোঁজ ইব্রাহিমকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।