আমতলী প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমাখোলা গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় গ্রামবাসী। আজ শনিবার সকালে তারা কাঁচা সড়কটি দ্রুত পাকাকরণের দাবিতে এই অভিনব প্রতিবাদ করে।
স্থানীয়রা জানায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামটিতে রয়েছে প্রায় আড়াই হাজার মানুষের বসবাস। এ ছাড়া এই গ্রামটিতে রয়েছে ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গ্রামের দুই কিলোমিটার কাঁচা সড়ক দিয়ে প্রতিদিন তালতলী উপজেলা শহরসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ চলাচল করে। বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় সড়কটি দিয়ে চলাচল দায় হয়ে পড়ে।
স্থানীয় ষাটোর্ধ্ব আলেয়া বেগম বলেন, ‘এই রাস্তায় এত কাদা মোর বাহের বষ্যেও দেহি নাই। বৃষ্টি হইলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হইয়া যায়।
’
ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাসেল বলে, ‘বৃষ্টির দিন এই রাস্তা দিয়া মোরা স্কুলে যাইতে পারি না। কাদায় জামা-কাপর নষ্ট অইয়া যায়।’ মীম নামের আরেক শিক্ষার্থী বলে, ‘বৃষ্টি অইলে মোরা আর স্কুলে যাইতে পারি না।’
ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘=বৃষ্টির দিনে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারে না।
এলেও তাদের কাপড়চোপড় কাদায় নষ্ট হয়ে যায়।
সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ফরাজী বলেন, সড়কটি পাকাকরণের জন্য উপজেলা পরিষদের উন্নয়ন সভায় আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :