পটুয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর অর্জন অনেক উল্লেখ করে বরিশালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আমরা জাতিসঙ্ঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। তবে আমাদের এই অর্জনে খুশি হয়ে থেমে থাকলে হবে না, আরো আগাতে হবে। সারাবিশ্ব এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে ১৫তলা বিশিষ্ট সেনাসদস্যদের পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ স্মার্ট হচ্ছে, সেইসাথে তাল মিলিয়ে সেনাবাহিনীকে স্মার্ট হতে হবে। ভবিষ্যতের টেকনোলজি, রণকৌশল ও বিশ্বপরিস্থিতিকে মাথায় রেখে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।’ এ সময় তিনি স্টেশন অফিসার্স মেস-বি, ডিভিশন মডেল রুম, ডিভিশন সুইমিং পুল, গ্যারিসন মসজিদ-৩-এর উদ্বোধন ঘোষণা করেন।
সেনাপ্রধান আরো বলেন, ‘স্থাপনাগুলো তৈরির মাধ্যমে আপনাদের (সেনাসদস্যদের) জীবনযাত্রার মান আগের চেয়ে আরামদায়ক হবে। তা আপনাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হলো সেবা করা, বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা।
আত্মত্যাগের মানসিকতা নিয়ে আমাদের সব সময় কাজ করতে হবে। কষ্ট করার জন্যই আমরা সেনাবাহিনীর এই চ্যালেঞ্জিং পেশা বেছে নিয়েছি। নিজেদের প্রস্তুত করে দেশ-বিদেশে দায়িত্ব সঠিকভাবে পালন করে মানুষের কাছে আমাদের নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :