পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৬:৫২ অপরাহ্ণ /
পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচ ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ মহিপুর ও আলিপুরে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় মহিপুরের আল্লাহর দান বেকারীতে নিষিদ্ধ পণ্য মিশ্রণ ও অবৈধ পণ্য উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকার দায়ে তিনটি মুদি দোকানে ৩ হাজার করে মোট ৯ হাজার, একটি ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩ হাজার ও আলিপুরের একটি মুদি দোকানে মেয়ার উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১৫ হাজার টাকা সহ মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মো. সোয়াইব মিয়া বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।