স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে শের-ই বাংলা মেডিকেলে চলতি মৌসুমে ৫২ জনসহ বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৭৯ জন রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের ভান্ডারিয়ার মো. ফারুক (৩৫) ও পটুয়াখালীর মির্জাগঞ্জের মো. মতিউরের (৫৬) মৃত্যু হয়েছে।
এদিকে মঙ্গলবারের সব শেষ রিপোর্ট অনুযায়ী, গত সোমবার বরিশাল বিভাগের বিভিন্ন সরকারী হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ১৩৮ জন ডেঙ্গু রোগী। এর আগে গত রবিবার বিভাগে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :