মুলাদীতে তৈরি হবে “বঙ্গবন্ধু মডেল ভিলেজ”


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ /
মুলাদীতে তৈরি হবে “বঙ্গবন্ধু মডেল ভিলেজ”

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ : বঙ্গবন্ধুর গণমূখী সমবায় ভাবনার আলোকে “বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা” পাইলট প্রকল্পের আয়োজনে মুলাদী উপজেলার চরকমিশনায় বঙ্গবন্ধুর গণমূখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের দ্বি-তল কমিউনিটি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং আবর্তক ঋণের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় মুলাদী উপজেলার চরকমিশনার বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে মুলাদী উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস।

মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সমবায় অধিদপ্তরের সাবেক নিবন্ধক ও মহাপরিচালক ড. মোঃ হারুন অর-রশিদ বিশ্বাস, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ন-নিবন্ধক মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন, বঙ্গবন্ধু গণমুখী সমবায় আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন।

বঙ্গবন্ধুর গণমূখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের দ্বি-তল কমিউনিটি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং আবর্তক ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে মুলাদী উপজেলা সমবায় অফিসার আব্দুল্লাহ্ আল কাউয়ুম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মোঃ মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলার প্রকৌশলী মোঃ তানজীলুর রহমান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুল প্রমূখ। এসময় সমবায় সমিতির শতাধিক সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মডেল গ্রাম প্রতিষ্ঠা পাউলট প্রকল্পের আওতায় ৭৫ জন সমবায় সমিতির সদস্যদের মাঝে ৬০ লক্ষ টাকা আবর্তক ঋণের চেক বিতরণ করা হয়েছে। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু মডেল গ্রামের সদস্যদের উদ্বুদ্ধকরণে প্রদর্শনী মৎস্য খামারে পোনামাছ অবমুক্ত করেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস।

গ্রাম থেকে শহরমুখী স্রোতকে হ্রাস করার পাশাপাশি আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উন্নত গ্রামীণ জীবনযাপনের সুযোগ সুবিধা নিয়ে বরিশাল জেলায় মুলাদী উপজেলায় তৈরি হবে “বঙ্গবন্ধু মডেল ভিলেজ”। যেখানে থাকবে শহরের সব সুবিধা। গ্রাামের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উন্নত গ্রামীণ জীবনযাপনের সুযোগ সুবিধা নিয়ে “বঙ্গবন্ধু মডেল ভিলেজ” প্রতষ্ঠিার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণমুখী সমবায় ভাবনার আলোকে “বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট”র আওতায় মুলাদী উপজেলায় এই মডেল গ্রাম প্রতিষ্ঠা করা হবে।