বাবুগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপহরণের মামলা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ /
বাবুগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপহরণের মামলা

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান রাফির বিরুদ্ধে এক ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় রাফির বাবা-মাকেও আসামি করা হয়েছে।

হাফিজুর রহমান রাফি আগরপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম-আহ্বায়ক। তিনি ভূতেরদিয়া গ্রামের সবুজ মুন্সীর ছেলে।

মামলা থেকে জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীটিকে উত্ত্যক্ত করতেন হাফিজুর রহমান রাফি। এ ঘটনা রাফির বাবা-মাকে জানালে তারা ছেলেকে শাসনের পরিবর্তে উল্টো বিয়ের প্রস্তাব দেন। মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ১৫ সেপ্টেম্বর রাতে ছাত্রীকে অপহরণ করে রাফি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মণ্ডল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।