মেহেন্দিগঞ্জে ভেঙ্গে ৫ বছর ধরে ঝুলে আছে ব্রিজ, দুর্ভোগে দুই গ্রামবাসী


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণ /
মেহেন্দিগঞ্জে ভেঙ্গে ৫ বছর ধরে ঝুলে আছে ব্রিজ, দুর্ভোগে দুই গ্রামবাসী

ফাহিম ফিরোজ, বরিশাল ॥ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের রাওগা ও বিদ্যানন্দনপুর গ্রামের একমাত্র সংযোগ ব্রিজটি ভেঙে পাঁচ বছর ধরে ঝুলে রয়েছে। এতে চরম ভোগান্তি ও দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে দুই গ্রামের ৫ হাজার বাসিন্দা। বিগত পাঁচ বছরেও ব্রিজটির সংস্কার না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, ভাসানচর ও বিদ্যানন্দনপুর ইউনিয়নের রাওগা-বিদ্যানন্দনপুর গ্রামের সংযোগ ব্রিজটি ভেঙ্গে কাত হয়ে ঝুলে রয়েছে। মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করলেও যানবাহন চলাচল করতে পারছে না। দুই গ্রামের শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে যাতায়েত করছে। এতে দূর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। বড় ধরণের দূর্ঘটনার হাত থেকে দুইগ্রামবাসী রক্ষার জন্য ব্রিজটি সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মুয়াজ নামের এক শিক্ষার্থী জানান, প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ ব্রিজ পাড় হয়ে স্কুলে যেতে হয়। অসাবধানতা বসত পাড় হতে গিয়ে অনেক সময় দূর্ঘটনার শিকার হতে হয়।

বিদ্যানন্দন পুর গ্রামের বাসিন্দা শাহ আলম গাজী বলেন, ১৫ বছর পূর্বে দুই গ্রামের জনগনের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হয়। পাঁচ বছর পূর্বে ব্রিজটি ভেঙে পড়ে রয়েছে। সংস্কার না করায় প্রাণের ভয় নিয়ে পারাপার হতে হয়। গত মাসে ব্রিজটি থেকে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

চন্দন নামের এক বাসিন্দা বলেন, ব্রিজটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা কোন কার্যকরী ব্যবস্থা নেয়নি। তাদেরকে একাধিকবার জানালেও তারা ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কার না করায় এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো নির্মাণ করেছেন।

এ বিষয়ে ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু বলেন, রাওগা আমার ইউনিয়নে অবস্থিত হলেও এখান থেকে তারা চলাচল করেন না। ব্রিজটি দিয়ে বিদ্যানন্দনপুর গ্রামের বাসিন্দারা চলাচল করে। তাছাড়া ব্রিজটি সংস্কারের জন্য থানা ইঞ্জিনিয়ারকে জানালে তিনি কোন ব্যবস্থা নিচ্ছে না।

বিষয়টি জানতে মেহেন্দীগঞ্জ উপজেলার প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা বলেন, এ উপজেলায় প্রায় ৬৬৮টি ঝুকিপূর্ণ ব্রিজ রয়েছে। এর মধ্যে ৩৫০টি জোড়াতালি দিয়ে চলছে। ব্রিজগুলো নির্মাণ কিংবা সংস্কারে কোন প্রকল্প পাস না হওয়ায় কাজ করা যাচ্ছে না। বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হবে। মানবকণ্ঠ