কলাপাড়া প্রতিনিধি : ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিকসহ টানা তিনদিনের ছুটিকে কেন্দ্র করে অগ্রিম বুকিং শুরু হয়েছে সাগরকন্যা কুয়াকাটায়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত এখানকার হোটেলগুলোর প্রায় ৬০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত কুয়াকাটায় থাকা প্রথম শ্রেণির হোটেলগুলো ইতোমধ্যে ৭০-৮০ শতাংশ এবং এছাড়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে প্রায় ৫০ শতাংশ কক্ষ ইতোমধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে। এ সময়টাতে পদ্মা সেতু উদ্বোধনের আগে এত বুকিং আমরা কখনই পাইনি। আগামী শীত মৌসুমে অনেক পর্যটক কুয়াকাটা আসবে তার একটি পূর্ব লক্ষণ বলা যেতে পারে।
হোটেল খান প্যালেসের পরিচালক মো. সাকুর বলেন, ২৮ ও ২৯ তারিখ দুদিনের জন্য ৮০ শতাংশ ৩০ তারিখের ৭০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। এখনো প্রায় ১০ দিন বাকি আশাকরি এর মধ্যে শতভাগ বুকিং হয়ে যাবে।
হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালের পরিচালক ইব্রাহিম ওয়াহিদ বলেন, আমরা এ ঈদে মিলাদুন্নবীর বন্ধকে কেন্দ্র করে ভালো একটা বুকিং পাচ্ছি। ইতোমধ্যে অনেক ফোনও পেয়েছি। তবে আমাদের পুরোপুরি বুকিং হয়নি। ইতোমধ্যে আমাদের ৫০ শতাংশ রুম বুকিং হয়েছে। বাকিদের সময় আছে তার মধ্যে আমরা বুকিং নিতে পারব।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে, কুয়াকাটাতে ছোট-বড় ১৭০টি বেশি হোটেল রয়েছে। যার ধারণক্ষমতা পনের-বিশ হাজার কিন্তু ছুটির দিনগুলোতে অসংখ্য পর্যটকের আগমনে অনেক পর্যটক পাশের বাসাবাড়ি, গাড়ির ভিতরে রাত্রি যাপন করেন। আবার অনেকে সারাদিন ভ্রমণ শেষে রাতে নিজ গন্তব্যেও ফিরে যান।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, তিনদিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটায়। যে কারণ আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও মাইকিং করে বারবার পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :