স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল নগরসংলগ্ন কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তিনি জানান, ধর্মের শিক্ষক শহীদুল ইসলাম সাইফুল্লাহ ও শরীরচর্চার শিক্ষক মোকলেসুর রহমান তাঁকে মারধর করেছেন। শ্রেণিকক্ষে পাঠদানে না গিয়ে লাইব্রেরিতে আড্ডা দিতে নিষেধ করায় তাঁকে মারধর করা হয়।
প্রধান শিক্ষক জানান, বেলা ১টার দিকে সাইফুল্লাহ ও মোখলেসুর লাইব্রেরিতে আড্ডা দিচ্ছিলেন। তখন ক্লাস রুটিনে শহীদুল্লাহর সপ্তম শ্রেণির সামাজিক বিজ্ঞান বিষয়ের ক্লাস ছিল। তিনি (প্রধান শিক্ষক) সাইফুল্লাহকে ক্লাসটি নিতে বলেন। কিন্তু সাইফুল্লাহ অস্বীকার করায় দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়।
তিনি লাইব্রেরির বাইরে এলে সাইফুল্লাহ প্রধান শিক্ষকের মোবাইল ফোন কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলেন। এ নিয়ে দু’জনের মধ্যে ধস্তাধস্তি হলে প্রধান শিক্ষককে টেনেহিঁচড়ে লাইব্রেরির মধ্যে নিয়ে তারা দু’জন মিলে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :