বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ১২ জন প্রতিবন্ধীর প্রত্যেককে ৭ হাজার ২০০ টাকা করে মোট শিক্ষা উপবৃত্তির ৮৬ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে এনএসএস প্রশিক্ষণ কেন্দ্রে নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা লিলিয়ানী ফন্ডসের অর্থায়নে সেন্টার ফর ডিজিবিলিটি ইন ডেভেলপমন্টে-সিডিডির কারিগরি সহযোগিতায় এনএসএস এ টাকা বিতরণ করে।
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওসার। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, এনএসএস এর প্রোগ্রাম পরিচালক মো. শহীদুল ইসলাম ও মো. জহিরুল ইসলাম।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :