নলছিটিতে মেয়াদোত্তীর্ণ চিপস ও নুডুলস রাখায় ব্যবসায়ীকে জরিমানা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৭:০১ অপরাহ্ণ /
নলছিটিতে মেয়াদোত্তীর্ণ চিপস ও নুডুলস রাখায় ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল : ঝালকাঠির নলছিটিতে এক দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার পৌর শহরের পুরাতন পোস্ট অফিস সড়কের রঙ্গলাল স্টোরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, পৌর শহরের পুরাতন পোস্ট অফিস সড়কের রঙ্গলাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকানে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত পণ্য যেমন চিপস, নুডুলস, মসলা পাওয়া যায়। এ জন্য ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এর বাইরে কোনো ব্যবসায়ী যদি অধিক মূল্যে পণ্য কেনা-বেচা করে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।