ভোলা প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন। তিনি বলেছেন বাংলাদেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করবেন সেটা করেছেন। বাংলাদেশকে স্মার্ট করার কথা বলেছেন তাও এখন বাস্তবায়নের পথে। এমনটাই বলেছেন ভোলা-৩ আসনে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভোলার লালমোহনের সজিব ওয়াজেদ ডিজিটাল পার্কে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা ভেবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সবাইকে সহযোগীতা করেছেন। বিএনপির শাসন আমলে লালমোহন ও তজুমদ্দিন ছিল সন্ত্রাসীদের দখলে। আওয়ামী লীগের শাসন আমলে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা উন্নয়ন ও শান্তির দখলে রয়েছে। দেশের উন্নয়নে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আরিফুজ্জমান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান প্রমুখ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :