কুয়াকাটা সংবাদদাতা : পটুয়াখালীর কুয়াকাটায় ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (কুটুম) ব্যবস্থাপনায় কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক-সংলগ্ন এলাকায় চলবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন
সাংস্কৃতিক অনুষ্ঠানে কুয়াকাটা শিল্পীগোষ্ঠীর পরিবেশনাসহ দেশবরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করবে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এদিকে বিশ্ব পর্যটন দিবস ও তিন দিনের সরকারি ছুটি উপলক্ষে কুয়াকাটার হোটেল-মোটেলের ৮০ শতাংশ ইতোমধ্যে অগ্রিম বুকিং হয়েছে। হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মোতালেব শরীফ জানান, ‘পর্যটন দিবস ও তিন দিন সরকারি ছুটি উপলক্ষে হোটেল মোটেলের প্রায় রুমই বুক হয়ে গেছে। আমরা হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা জোরদার করছি।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, ‘আশা করছি, পর্যটন দিবসে ও সরকারি তিন দিনের ছুটিকে কেন্দ্র করে ব্যাপক ট্যুরিস্টের আগমন ঘটবে। পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে আমাদের পুলিশ মোতায়েন আছে।’
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘আমরা পর্যটকদের সেবায় কুয়াকাটা পৌর প্রশাসন সার্বক্ষণিক নিয়োজিত আছি। আশা করছি, আমাদের এ উৎসবের আয়োজন এবারের ছুটিতে ব্যাপক পর্যটকের সমাগম হবে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তিন দিনের ছুটিতে জেলা, উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভাসহ কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীরা মিলে উৎসবের উদ্যোগ নিয়েছে। পর্যটন দিবস ও টানা তিন দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা ও উপজেলা প্রশাসন কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।’
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :