অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিনদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি রাষ্ট্রপতির দ্বিতীয়বার পাবনা সফর।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক স্বাক্ষরিত চিঠিতে জানা গেছে, রাষ্ট্রপতি ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছবেন এবং পাবনা সার্কিট হাউসে রাতযাপন করবেন।
২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় সড়ক পথে পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে পুনরায় পাবনা সার্কিট হাউসে আসবেন। সার্কিট হাউসে রাতযাপন শেষে ২৯ সেপ্টেম্বর বেলা ১১টায় তিনি হেলিকপ্টারে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন।
এর আগে ১৫ মে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৬ মে রাষ্ট্রপতিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে স্মরণকালের বিশাল নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :