ভোলা প্রতিনিধি : ভোলা চরফ্যাসন উপজেলায় দক্ষিণ আইচা থানা এলাকায় ভোগদখলীয় জমিতে গাছ রোপন করতে গেলে প্রতিপক্ষের হামলা একই পরিবারের তিন নারীসহ ৬ জন আহত হয়েছেন। স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের উত্তর চর মানিকা গ্রামের ৩ নং ওয়ার্ডে এঘটনাটি ঘটে। আহতরা হলেন,মো.জামাল(৪০),আজিজুল(৫৫),মমিনুল ইসলাম(২৫) নুরহাজান(৫০)নাসিমা(৪০)সমমেহের(৩৫)।
এঘটনায় ফিরোজ বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় একটি এজাহার দাখিল করেছেন বলে আহতদের পরিবার সুত্রে জানাগেছে।হাসপাতালে চিকিৎসাধীন জামাল অভিযোগ করেন, চর মানিকা ইউনিয়নের তাদের পৈত্রিক সম্পত্তিতিতে সম্প্রতি সময়ে বাগান ভিটেতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন।
প্রতিবেশী গিয়াস উদ্দিন গংরা তাদের রোপনকৃত গাছ উপড়ে ফেলেন। পরে তিনি এবং তার পরিবারের সদস্যরা তাদের ওয়ারিশি ভোগদখলীয় ওই জমিতে গাছ রোপন করতে গেলে প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের নেতৃত্বে বাবুল, মো. আলম, আবদুল্লাহ, আলমগীরসহ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দেশীয় অস্ত্রসহ তাদের উপরে অর্তকিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করেন।
খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় দক্ষিণ আইচা থানায় এজাহার দাখিল করা হয়েছে।
প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানাযায়নি। দক্ষিণ আইচা থানার অফিসার্স ইনচার্জ মো. সাঈদ আহমেদ জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি । অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :