স্টাফ রিপোর্টার, বরিশাল : বিআইডব্লিউটিপি-১ শীর্ষক প্রকল্পের আওতায় বরিশালে প্রকল্প সাইটের ক্ষতিগ্রস্ত ৩১ জন ব্যক্তিকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বিআইডব্লিউটিএ বন্দর কর্মকার্তার কার্যালয়ে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়।
বরিশাল বন্দর ও পরিবহণ বিভাগের যুগ্ম-পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিআইডব্লিউটিএ অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আইয়ুব আলী। দ্বিতীয় ধাপে বুধবার ৩১ জন ব্যাক্তিকে ৩১ লক্ষ ২ হাজার ৭শ টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও মোট ৩৫৫ জনকে সাহায়তা করা হবে।
উল্লেখ্য, বিআরডব্লিউটিপি-১ প্রকল্পের অধিনে ৯৩ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পে থাকছে একটি মাল্টিপারপাস ভবন, বন্দর ভবন বৃদ্ধি, পার্কিংইয়ার্ডকে ঢেলে সাজিয়ে সবুজয়ান ও ওয়াকওয়ে নিমার্ণ করাসহ বন্দর উন্নয়ন কাজ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :