স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইউনুস আলী (৭৮) ও কেরামত আলী (৭০) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই বিভাগে ৯৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৪০২ জন রোগী চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি ও বেসরকারী হাসপাতালে বর্তমানে ১ হাজার ২১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানিয়েছেন।
ডেঙ্গুতে মৃত্যু ব্যক্তিরা হলেন, পটুয়াখালী জেলার দুমকী উপজেলার বাসিন্দা ইউনুস আলী (৭৮) ও বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বাসিন্দা কেরামত আলী (৭০)। তারা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৪০২ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৯২ জন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৪৮ জন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৬৫ জন, পটুয়াখালীতে ৩২ জন, ভোলায় ৪৯ জন, পিরোজপুরে ৬৮, বরগুনায় ৩৩ ও ঝালকাঠির সরকরি হাসপাতালে ১১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর বাইরে ঝালকাঠি জেলার বেসরকারি হাসপাতালে ০৮ জন ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২৩ হাজার ৫৭৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ২৬৭ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ৯৯ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।
যার মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২ জন, পটুয়াখালীতে ২ জন, ভোলায় ৮ জন, পিরোজপুরে ১০ জন, বরগুনায় ৫ জন এবং ঝালকাঠির হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।#
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :