বাবুগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৮:১২ অপরাহ্ণ /
বাবুগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

বাবুগঞ্জ প্রতিনিধি : বিশ্ব শান্তির অগ্রদূত, উন্নত- সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার রুপকার, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এঁর ৭৭ তম শুভ জন্মদিন উপলক্ষে চরসাধুকাঠী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা হলরুমে চরসাধুকাঠী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার গর্ভানিং বডির সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক এর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ রাজ্জাক এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল,

মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মফিজুর রহমান পিন্টু সিকদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ দুলাল মাহমুদ মোল্লা, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত আহবায়ক মোঃ ফাইজুল হক, শিক্ষক মোঃ সুজন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন চরসাধুকাঠী ইসলামিয়া ফাযিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ আব্দুল মতিন।