এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মো. নুরউদ্দিন হাওলাদার (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কলাপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ড বাদুরতলী স্লুইস এলাকায়।
নিহত নুরউদ্দিন হাওলাদার ওই এলাকার মোঃ ফারুক হাওলাদারের ছেলে। তিনি সম্প্রতি স্ত্রীর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খাওয়া-দাওয়ার পর স্ত্রীর সঙ্গে মোবাইলে কথাকাটির একপর্যায়ে অভিমান করে ঘরের বারান্দায় ঘুমাতে যান। পরে রাতে যেকোনো সময় বারান্দার আড়ার সঙ্গে নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম জানান, “মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.