দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকির রাজাখালী বাজারে এক ইলিশের দাম পাঁচ হাজার টাকা। বর্তমান যা দিয়ে দুই মন চাল কেনা যায়। এই দামেও মিলছে না এক ইলিশ। সোমবার বিকালে উপজেলার রাজাখালী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মাছ ব্যবসায়ী কামাল এক ইলিশের দাম হাকছেন পাঁচ হাজার টাকা। যা দুই মন চালের দামের চেয়েও বেশি। স্থানীয় পর্যায়ে প্রতি মন চাল পাওয়া যায় ২৩০০-২৪০০ টাকায়।
কোনো কৃষক যদি মাছটি কিনতে চান তাহলে তাকে দুই মনের বেশি চাল বিক্রি করতে হবে। মাছটি দেখতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। ইতোমধ্যে ক্রেতারা মাছটির দাম সাড়ে চার হাজারের ওপরে বলছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী কামাল।
তিনি আরও জানিয়েছেন, সকালে বাউফলের কালাইয়া বাজার থেকে মাছটি সাড়ে চার হাজার টাকায় কিনে এনেছেন। কত টাকা হলে বিক্রি করবেন এমন প্রশ্নের উত্তরে জানান, ৫ হাজার হলে বিক্রি করবেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :