গৌরনদী প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে তিন ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবলীগের এক নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সাদ্দাম বাজারের কাছে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্তরা হলেন- যুবলীগ নেতা ইউপি সদস্য নুর মোহাম্মদ ও তার ভাই গোলাম মাওলা। আহতরা হলেন- বার্থী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শাওন হাওলাদার (২৫), ছাত্রলীগকর্মী কালু বেপারী (২৪) ও রাহাত খলিফা (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে সাদ্দাম বাজারে আড্ডা দিচ্ছেলেন শাওন, কালু ও রাহাত। এ সময় কোনো একটি বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে নুর মোহাম্মদ ও তার ভাই গোলাম মাওলার নেতৃত্বে হামলা চালিয়ে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করা হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে গৌরনদী মডেল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা নুর মোহাম্মদের বক্তব্য নিতে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ বিষয়ে আহতদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :